রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা । পুলিশ গাড়ি ভাঙচুর করার পাশাপাশি আক্রান্ত হয় পুলিশ কর্মীরাও । ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
এদিকে বিক্ষোভ কর্মসূচির শুরু থেকেই এলাকায় চলছিল পুলিশের টহল। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য চলছিল কড়া নজরদারি।
কিন্তু তারপরেও ঠেকানো গেলনা বিপত্তি। বিক্ষোভের মাঝেই বেশ কিছু বিক্ষোভকারী আমচকা পুলিশের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। যা সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে।
যদিও এ বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, এই ঘটনায় কোন পুলিশকর্মী আহত হয়নি।
একটি পুলিশ গাড়ি ওই মিছিল চলার সময় দ্রুততার সাথে গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে মিছিলে আটকে পড়ে। সেই সময় আন্দোলনকারীরা পুলিশ গাড়ির উপর হামলা চালায়। আমরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছি ।
আমাদের ড্রোন ক্যামেরা ঘটনাস্থলে ছিল । ড্রোন ক্যামেরার মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ।