নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ১৮,এপ্রিল :: ওয়াকফ বিল ইস্যুতে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াকফ বোর্ডে অন্য ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্তি সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
মন্ত্রী বলেন, “যেমন শিখদের জন্য পৃথক বোর্ড রয়েছে, যেখানে অন্য সম্প্রদায়ের প্রবেশাধিকার নেই, তেমনই মুসলিমদের ওয়াকফ বোর্ডেও বাইরের ধর্মাবলম্বীদের প্রবেশ কেন হবে? সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। জোর করে হিন্দুদের ওয়াকফ বোর্ডে ঢোকানোর কোনও যুক্তি নেই।”
শুধু তাই নয়, সম্প্রতি মুর্শিদাবাদের ঘটনা ঘিরে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, “মিডিয়া এমনভাবে বিষয় উপস্থাপন করছে, যা বাস্তবতাকে আড়াল করে জনমত প্রভাবিত করছে। এমনকি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও এই ধরনের রিপোর্টিং নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।