সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ০৪,ডিসেম্বর :: ওয়ানডে টি-টোয়েন্টি কে হার মানালো কেপটাউন টেস্টের প্রথম দিন। প্রথম টেস্টে ভারতকে লজ্জাজনক হার স্বীকার করতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তবে এদিন দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানে প্রথম ইনিংসে অলআউট করে দিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা লজ্জাজনক ভাবে মাত্র ৫৫ রানের মধ্যে অলআউট হয়ে যায়।
সিরাজের আগুনে বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভেবেছিলেন যথেষ্ট সুবিধাজনক জায়গায় পৌঁছে রয়েছে ভারত। কিন্তু ক্রিকেট যে বড় অনিশ্চয়তার খেলা, বার্গার এনগিডি দের বিরুদ্ধে আবারও ব্যাটিং বিপর্যয় । মাত্র ১৫৩ রানের মধ্যে অলআউট হয়ে যায় ভারত।
বিরাট কোহলি ৪৬ রান করেন। ভারত এগিয়ে রয়েছে ৯৮ রানে। প্রথম দিন ঘটনা বহুল গেল কেপটাউন টেস্ট, এক দিনেই পড়ল কুড়িটি উইকেট। বলা যেতে পারে পেস বোলারদের স্বর্গরাজ্য। আগামীকাল রয়েছে দ্বিতীয় দিন, প্রথম দিনেই এত রোমাঞ্চ দেখার পর দ্বিতীয় দিনে আরো কি হবে সেটা দেখার জন্য উদগ্রীব থাকবে সকলে।