সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ১৫,জুলাই :: লাগাতার দুইবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়! একদা টেস্ট ক্রিকেটে শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দলের একি অবস্থা ! গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২৭ রানে অলআউট তৃতীয় ইনিংসে। রীতিমতো ধ্বস নামে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপে।
অথচ তাদের বোলিং লাইনআপ কিন্তু যথেষ্ট ভালো বল করেছে গোটা সিরিজে। সবাইনা পার্কের টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১২১ রানের অলআউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু তারপরের চিত্রটা যে এমন হবে উপস্থিত দর্শকরা বুঝতে পারেননি।
দ্বিতীয় ইনিংসে জিততে হলে করতে হবে ২০৪ রান। এই লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে রানের টার্গেট নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ । গোটা একটা দল ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অল আউট হয়ে যায়।ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান করেন জাস্টিন গ্রিভস ১১ রান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনকে একার হাতেই ভাঙেন মিচেল স্টার্ক।
সবাইনা পার্কের পিচে আগুন ঝরানো বোলিং করেন । ৭.৩ ওভারে ৯ রান দিয়ে ৬ উইকেট নেন। তৃতীয় টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া বিশাল ব্যবধানে জয়ী । অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী। এই জয়ের ফলে তিন টেস্ট ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হল অজিরা।