নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ৫,এপ্রিল :: সারা রাজ্যব্যাপী যে জীবন দায়ী নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির বাড়িয়ে চলেছে সেই নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ
হুগলী চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে জন প্রতিনিধি জয়দেব অধিকারীর নেতৃত্বে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই জীবন দায়ী নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি হল কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও এই দাবিতে এক বিশাল পথযাত্রা করা হলো।
এই বিষয়ে হুগলী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জন প্রতিনিধি তথা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জয়দেব অধিকারী জানান কেন্দ্রীয় সরকার যে হারে নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি বাড়িয়ে চলেছে
তাতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি এরপরেও যদি ওষুধের মূল্য বৃদ্ধি না কমে তাহলে আমরা এর থেকে আরও বড় আন্দোলনে করবো বলে জানালেন।