নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বিধানসভার তিন নম্বর গেটে যুব কংগ্রেসের বিক্ষোভ। ঝালদার পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের উপযুক্ত তদন্তের দাবিতে বিক্ষোভ। বিধানসভার তিন নম্বর গেট যেখান দিয়ে বিধানসভা রীতিনীতি অনুযায়ী রাজ্যপাল প্রবেশ করেন সেখানে ২৫,৩০ জন যুব কংগ্রেস কর্মী বিক্ষোভে সামিল হন।বিক্ষোভকারীদের থেকে পুলিশের সংখ্যা বেশি থাকলেও পুলিশ বুঝে ওঠার আগেই তিন নম্বর গেটে উঠে পড়েন জনা কয়েক কংগ্রেস সমর্থক।এই ঘটনায় সকল যুব কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের দাবি ১০ দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিকে সামনে রেখে ইতিমধ্যেই কংগ্রেসের শাখা সংগঠন এর পাশাপাশি প্রদেশ নেতৃত্ব পথে নামতে চলেছে।