নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: কংগ্রেসের সমর্থন নিয়ে চাপদানি পৌরসভার পৌর প্রধান নির্বাচিত হলেন তৃনমূল কংগ্রেসের সুরেশ মিশ্র ।এই পৌরসভায় ২২ টি ওয়ার্ড এর মধ্যে ১১ টিতে জয়লাভ করেছে শাসক দল।১০ টি ওয়ার্ড এ জিতেছে নির্দল প্রার্থীরা।আর ১ টি ওয়ার্ড দখল করেছে কংগ্রেসের দারোগা রাজভর।
২২ জন কে শপথ বাক্য পাঠ করান চন্দননগরের মহাকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। এরপর কংগ্রেস প্রার্থী পৌরপ্রধান হিসেবে সুরেশ মিশ্রের নাম প্রস্তাব করেন কংগ্রেসের ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর দারোগা রাজভর।সমর্থন করেন তৃনমুলের ১৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মৌসুমি মন্ডল।
চাপদানি পৌরসভার শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন। পুলিশি নিরাপত্তার মধ্যে সম্পন্ন হল পৌরসভার শপথ পর্ব অনুষ্ঠান।