নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২২,মার্চ :: কংগ্রেস এবং আই এস এফ সমর্থিত প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ মালদায় । গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিশ্রুত পানীয় জলের একটি জলাধার তৈরি করার। সেইমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি প্রকল্প থেকেই জালালপুর গ্রামে তৈরি হয়েছিল পানীয় জলের ট্যাঙ্ক। কিন্তু শুরুতেই যেন সব শেষ হয়ে গেল।
এই জলের ট্যাঙ্ক তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই ভেঙে পড়লো। আর এই ঘটনায় কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত জালালপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের সিরামপুর গ্রামে।
পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কালিয়াচক থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মহম্মদ আমির সোহেল । পুরো ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।