নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাটনা :: রবিবার ১৭,আগস্ট :: বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় আজ তাঁর পাশে হাঁটলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
রবিবার সকালে পাটনা থেকে শুরু হওয়া পদযাত্রায় দুই নেতাকে একসঙ্গে দেখা যায়। রাজনৈতিক মহলে এই দৃশ্যকে বিজেপি-বিরোধী মহাজোটকে শক্তিশালী করার বার্তা হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে।

কংগ্রেস ও আরজেডি সমর্থকদের উপস্থিতিতে পদযাত্রা ঘিরে উৎসাহ দেখা গেছে। বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে রাহুল-তেজস্বীর এই যৌথ পদক্ষেপ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।