কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় আজ তাঁর পাশে হাঁটলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাটনা  :: রবিবার ১৭,আগস্ট ::   বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় আজ তাঁর পাশে হাঁটলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
রবিবার সকালে পাটনা থেকে শুরু হওয়া পদযাত্রায় দুই নেতাকে একসঙ্গে দেখা যায়। রাজনৈতিক মহলে এই দৃশ্যকে বিজেপি-বিরোধী মহাজোটকে শক্তিশালী করার বার্তা হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে।
রাহুল গান্ধীর বক্তব্য, “যুব সমাজ ও সাধারণ মানুষের ভোটের অধিকারকে রক্ষা করাই এই যাত্রার মূল লক্ষ্য।” অন্যদিকে তেজস্বী যাদব বলেন, “বিহারে পরিবর্তনের জন্য বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। এই লড়াই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই।”
কংগ্রেস ও আরজেডি সমর্থকদের উপস্থিতিতে পদযাত্রা ঘিরে উৎসাহ দেখা গেছে। বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে রাহুল-তেজস্বীর এই যৌথ পদক্ষেপ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =