নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৮,জুন :: কংগ্রেস প্রার্থীর বাড়িতে ভাঙচুর। ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বাড়িতেও। মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামের ঘটনা। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
মালদহের মানিকচক গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুতলা বুথে এবারে কংগ্রেস প্রার্থী করেছে শরিকুল ইসলামকে।অভিযোগ গতকাল রাতে শরিকুল ইসলামের বাড়িতে সশস্ত্র হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় বাড়িঘর লুটপাট চালানো হয় বলে অভিযোগ।
শরিফুলের পাশাপাশি আরো বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। লুটপাটের অভিযোগ করছেন কংগ্রেস।প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তৃণমূলের নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালায়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
এদিন তৃনমুলের পক্ষ থেকে গোটা বিষয়টি অস্বীকার করে বলা হয়। গোটা ঘটনা ভিত্তিহীন তৃনমুল কংগ্রেসের কেউ এর সাথে যুক্ত নয়। এদিন তিনি বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেন। তৃনমূল কংগ্রেস নেতা বলেন তাদের পার্টি অফিস ভাঙে কংগ্রেস কর্মীরা।
কোনভাবেই তৃনমূল কর্মী এর সাথে যুক্ত নয়। উল্টে কংগ্রেস তৃনমুল কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি৷