নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ২৬,মার্চ :: শুধু রঙের উৎসব বসন্ত নয়, নির্বাচনও জাগ্রত দুয়ারে। সেই রঙের উৎসবে কোথাও আয়োজক হিসেবে, আবার কোথাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে নেতা কর্মীরা।
সোমবার বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং রামপুরহাটে চলে রঙের উৎসব। শান্তিনিকেতনের রতনপল্লীতে প্রায় ঘন্টা খানেক আড্ডা দেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রঙ খেলেন কচিকাচাদের সাথে। একইভাবে রামপুরহাটেও কচিকাচাদের সাথে রঙ খেলেন বিধান সভার ডেপুটি স্পীকার আশীষ বন্দ্যোপাধ্যায়।
বিশ্বভারতীর প্রাক্তনী হিসেবে এবার বিশ্বভারতী বসন্ত উৎসবের আয়োজন না করায় অখুশি ছিলেন মন্ত্রী। তবে, পুরসভা প্রশাসন যৌথ ভাবে এবং বিভিন্ন সংগঠন ও নেতা কর্মীরা এই আয়োজন করায় দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা অনেকটাই খুশি বলে তিনি জানান।
অন্যদিকে, সতীপীঠ কঙ্কালীতলায় এলাকার গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন কঙ্কালীতলায় ভিক্ষুক, ভবঘুরে ও সাধুসন্তদের নিয়ে রঙ খেলায় মাতলেন। কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে তিনি ও অন্যান্যরা এনজিও “কাঞ্চিদেশ ” রঙ খেলায় সমাজের ব্রাত্যদের নিয়ে রঙ খেলায় মাতেন।
সামাজিক সংগঠন কাঞ্চিদেশ মাত্র এক টাকায় অভাবী মানুষের দুমুঠো খাবারের ব্যবস্থা করেন। এদিনও রঙ খেলার পর ভাত, ডাল, আলুপোস্ত ও মাংস খাওয়ানোর ব্যবস্থা ছিল।