নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৩,মার্চ :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘাসখালি গ্রামের ঘটনা আক্রান্ত পাঁচ মাসের অন্তঃসত্তা গৃহবধূ ৩৩ বছরের দেবযানী মন্ডলের দাবি তিনি বাড়ির পাশে একটি জায়গায় দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন
ঠিক সেসময় তাকে উদ্দেশ্য করে প্রতিবেশী কয়েকজন কটুক্তি করে এবং কত শ্রেণীর ভাষা প্রয়োগ করে প্রতিবাদ করতেই পাঁচ মাসের অন্তঃসত্তা গৃহবধূকে মারধর করে এবং পেটে লাথি মারে ঘটনায় মাটিতে লুটিয়ে পড়ে ওই বধু খবর পেয়ে বধূর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন তারপর মালঞ্চ একটি ক্লিনিকে তার চিকিৎসা করানো হয় ।
পেটের ফটো করানো হয় জানা যায় তার পেটে থাকা পাঁচ মাসের বাচ্চাটিরও আঘাত হয়েছে তাই তাকে বারবার চিকিৎসা করাতে হবে এবং ফটো তুলে বাচ্চার অবস্থান জানতে হবে এমনটাই পরামর্শ দিয়েছেন ওই বধুর চিকিৎসক।
ইতিমধ্যে বিচার পাওয়ার আশায় ইতিমধ্যে প্রতিবেশীদের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার অনুসন্ধান শুরু করেছে।