সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: পূর্ব কলকাতার বিভিন্ন জলাভূমিতে বেআইনিভাবে নির্মাণ করে জবর দখল করে বসেছিল একশ্রেণীর মানুষ। এবার জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার সেই বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন।
জমি মাফিয়ার দাপটে পূর্ব কলকাতার একের পর এক জলাভূমি বুজিয়ে গজিয়ে উঠছে বেআইনি নির্মাণ। জলাভূমি ভরাট করে তৈরি করা হচ্ছে একের পর এক ফ্লাট। ভিন রাজ্যের বাসিন্দারাও স্বল্প মূল্যে এই সমস্ত জবরদখল করা জলা জমি কিনে তা বুঝিয়ে বসতবাড়ি তৈরি করছে।

সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই একশন মুডে নেমে পড়ে জেলা প্রশাসনের আধিকারিকেরা । এদিন সোনারপুরের বিডিও শিঞ্জীনী সেনগুপ্ত এবং নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে খেয়াদহ এলাকায় বেশ কিছু জলাভূমির উপর জবর দখল করে বেআইনি ভাবে নির্মাণ করাবাড়ি প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এর পাশাপাশি এলাকায় আইন-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেই কারণে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।