সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার ;; বুধবার ১৭,জানুয়ারী :: পৌষ সংক্রান্তির আগের থেকেই ব্যাপক ঠান্ডা পড়েছে গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উভয় বঙ্গে শীতের প্রকোপ ক্রমশ প্রকট হচ্ছে। দার্জিলিঙে ঘটেছে তুষারপাতের ঘটনা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে রোদের দেখা মিলছেই না। এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ব্যাপক ঠান্ডা পড়েছে।
সকাল থেকে ঘন কুয়াশা, তুষারের চাদরে আবৃত হয়ে আছে বিভিন্ন স্থান। তবে এই প্রচন্ড ঠান্ডা কে উপেক্ষা করে ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু স্কুলে যাচ্ছে। তারাই হলো দেশের ভবিষ্যৎ, এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও তারা রীতিমতো ব্যাগ কাঁধে করে নিয়ে স্কুলের দিকে পায়ে হেঁটে যাচ্ছে।
কনকনে ঠান্ডাও তাদের জমাতে পারছে না, এরকম দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ারের অন্তর্গত ডিম ডিমা চা বাগান এলাকায়। এ বছরও ব্যাপক ঠান্ডা পড়েছে ওই চা বাগানে, কুয়াশা চাদরে মুড়ে গেছে গোটা এলাকা। তবে বিরাম নেই ছোট ছোট ছেলেমেয়েদের, এই কনকনে ঠান্ডা সহ্য কর তারা সকাল সকাল স্কুলের পথে পাড়ি দিয়েছে।