সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বৃহস্পতিবার ১৮,জানুয়ারি :: বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই কথায় বৃহস্পতিবার সকাল থেকেই সত্যি হলো।কনকনে ঠান্ডার মাঝেই বৃহস্পতিবার সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু। দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া।
গঙ্গাসাগর মেলা সদ্য সমাপ্ত হয়েছে বৃষ্টির কারণে বহু পুণ্যার্থীরা আশ্রয় নিয়েছে কপিলমুনি মন্দির চত্বরে। বৃষ্টির কারণে শীতকালীন ফসলে ক্ষতির আশঙ্কা দেখছে উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দারা। ঘন কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা। দুপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে কলকাতাতেও।
হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্তের জেরে আজ ও শুক্রবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।