সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৯,জানুয়ারি :: শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, বাড়ছে গরম জামা কাপড়ের বিক্রি। ডিসেম্বর মাসে সেই ভাবে ঠান্ডা না পড়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন গরম জামাকাপড়ের বিক্রেতারা। দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা।কিন্তুু জানুয়ারী পড়তে চিত্রটা সম্পূর্ণ উল্টে যায়।
গোটা উত্তরবঙ্গের তাপমাত্রা পারদ ক্রমশ নিম্নমুখী, পাল্লা দিয়ে কমেছে শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা। প্রচন্ড ঠান্ডা পড়ার কারণে গরম জামা কাপড় কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে গরম জমা কিনতে দোকানগুলিতে যথেষ্ট ভিড়।শিলিগুড়ির ভূটিয়া মার্কেট গরম জামা কাপড়ের পসার নিয়ে বসে প্রতি বছর।
সোয়েটার থেকে জ্যাকেট মাফলার টুপি সবকিছুই পাওয়া যায় এখানে। শুরুর দিকে খুব একটা বিক্রি না হলেও ঠান্ডা পড়তে এই মার্কেটে বিক্রি বেড়ে গেছে। ডিসেম্বর মাসে সেই ভাবে না ঠান্ডা পড়লেও জানুয়ারি মাসের ঠান্ডা যেন সুদে আসলে পুষিয়ে দিচ্ছে। বিক্রি বেড়ে গেছে গরম জামা কাপড়ের। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এখন এটাই দেখার এই কনকনের ঠান্ডা আরো কতদিন থাকে।