কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের পর এবার কার্ড ব্যাঙ্ক নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের পর এবার কার্ড ব্যাঙ্ক। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে হস্তক্ষেপ করতে হয়েছিল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে এবার কার্ড ব্যাংকের নির্বাচন হবে। আগামী ২৯ মার্চ সেই নির্বাচন। শুভেন্দু অধিকারী এই কার্ড ব্যাংকে দীর্ঘদিন সভাপতি ছিলেন।

সেই কার্ড ব্যাংকের নির্বাচনেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো । কো অপারেটিভ ব্যাংকের মতোই এই ব্যাংকেও প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই শুরু হয়েছে।

একদিকে তৃণমূল বিধায়ক অখিল গিরি । অন্যদিকে , তৃণমূল বিধায়ক ও জেলা সভাধিপতি উত্তম বারিক ঘনিষ্ঠ দলের জেলা সভাপতি পীযুষ পান্ডা। এই দুই তৃণমূল নেতার মধ্যে ঠান্ডা লড়াইতে নিচুতলার কর্মী ও ভোটাররা রীতিমতো ধন্দে পড়েছেন। ভগবানপুর-২ নম্বর কেন্দ্রের প্রার্থী স্বপন দাসকে ঘিরে দুই পক্ষের লড়াই শুরু হয়েছে।

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পণ্ডা রীতিমতো সাংবাদিক বৈঠক করে ভগবানপুর-২ কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকায় স্বপন দাসের নাম নেই। দলের জেলা সভাপতি পীযূষকান্তি পন্ডা সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি ব্লক ও অঞ্চল নেতৃত্ব ঠিক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + twenty =