নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ২৫,জুলাই :: বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। সাপের কামড়ে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে তাই আগাম সতর্ক করতে গ্রামের বাড়ি বাড়ি প্রচারে কন্যাশ্রীর পড়ুয়াদের।
কন্যাশ্রীর জমানো টাকা থেকে ব্লিচিং পাউডার, চুন কিনে গ্রামের বিভিন্ন জায়গায় ছড়াল তারা। পাশাপাশি আগাছা পরিষ্কার করতেও দেখা যায় পড়ুয়াদের। ওরা বাঁকুড়ার ইন্দাসের রাজখামার হাইস্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া।
বর্ষাকালে সাপের উপদ্রব থেকে নিষ্কৃতি পাওয়া এবং সাপের কামড় থেকে বাঁচতে করণীয় কি , সঙ্গে ডেঙ্গি নিয়েও স্বচেতনতার বার্তা দেয় পড়ুয়ারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।