কন্যাসন্তান হওয়ায় আনন্দে মশগুল পরিবারের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৩১,জানুয়ারি :: কন্যা সন্তান হওয়ায় আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা। বর্তমান কালে এমন বিপরীত চিত্র দেখা গেল মোথাবাড়ি থানার মুন্সীটোলা এলাকায়। নৌসিন খাতুন গত সোমবার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তান প্রসব করেন।

তারপর থেকে আনন্দে মশগুল নৌসিনের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির সদস্যরা। বৃহস্পতিবার নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটির পর রীতিমতো গাড়ি সাজিয়ে সেই গাড়িতে সদ্যজাতকে আনার ব্যবস্থা করা হয়। এমনকী বাড়িও সাজানো হয়। মহানন্দে সাজানো গাড়ি থেকে বাড়িতে প্রবেশ করে।

এদিন এই অনুষ্ঠান যদিও নৌসিনের বাপের বাড়ি মোথাবাড়ি থানার পুরতান পটলডাঙ্গায় অনুষ্ঠিত হয়। নৌসিন স্বামী তথা সদ্যজাতের বাবা আদম শেখ পেশায় একজন ইঞ্জিনিয়ার। দিল্লির নয়ডায় তিনি কর্মরত। কন্যা সন্তানের খবর পেয়ে তিনি বাড়ি ফিরে এসেছেন।

সদ্যজাতের দিদা নাফিসা খাতুন জানান, আমাদের নাতনি হওয়ায় আমরা খুব খুশি। আমার ৩ মেয়ের মধ্যে নৌসিন সবার বড়। সেই দিক থেকে প্রথম নাতনি, ফলে আরও আনন্দিত আমরা। ওর দাদু এখন উত্তরপ্রদেশের ঊরুষে গেছে, তিনি ফিরলেই গ্রামের লোককে মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হবে। এদিন ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নাতনিকে বরণ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =