সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরের পাশেই দোকানে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। আগুনে ভষ্মীভূত একটি দোকান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ কপিলমুনি মন্দির লাগোয়া একটি দোকান ঘর থেকে কালো ধোঁয়া দেখতে পায় গ্রামবাসীরা।
এরপর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে যায় দোকান। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে খবর দেয় পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দোকান। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার ছাড়ালো বলে অনুমান করছে দমকল আধিকারিকেরা। ঘটনাস্থলে এসে পৌঁছেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।
হতাহতের কোনো খবর নেই।আগুনে পুড়ে গিয়েছে দোকানঘর ক্ষতিগ্রস্তদের সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস মন্ত্রীর।