সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১২,জানুয়ারি :: রবিবার সকালে নয়া দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন গায়ক প্রশান্ত তামাংয়ের কফিনবন্দী দেহ ফিরল বাগডোগরা বিমানবন্দরে।
দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লো পরিবারের সদস্যরা। বাগডোগরা বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা সহ বিমানবন্দর কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা।
এরপর তার মরদেহ বাড়ির উদ্দেশ্য রওনা হয়। তাঁর মৃত্যুতে পাহাড় থেকে সমতল নেমে এসেছে শোকের ছায়া।

