কবির সুমনের বক্তব্যের প্রতিবাদে গর্জে উঠলো বর্ধমানের সাংবাদিকেরা।

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সাংবাদিক কে অশ্লীল ভাষায় হুশিয়ারি দেওয়ার প্রতিবাদে গর্জে উঠলো বর্ধমানের সাংবাদিকেরা। এদিন বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে প্রতিবাদ সভা করে ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা শাখা। সাংবাদিকদের পেশার তাগিদে খবর করতে হয়, সেখানে দাঁড়িয়ে কবির সুমনের মতো সংগীত শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বের এই রূপ আচরণ কে ধিক্কার জানাচ্ছে সাংবাদিক সংগঠন।

তাদের দাবী, কবির সুমনকে প্রকাশ্যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। এদিনের ধিক্কার সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাস্কৃতিককর্মী দেবেশ ঠাকুর, বিশিষ্ট শিক্ষক তাপস কুমার পাল, বিশিষ্ট আইনজীবী কমল চন্দ্র দত্ত, সাংবাদিক জগন্নাথ ভৌমিক, পার্থ চৌধুরী, সাহিত্যিক ও প্রাবন্ধিক উদয়চাঁদ ঘোষাল সহ অন্যান্যরা। ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুমিত ব্যানার্জী, সাংবাদিক তারকনাথ রায়, অরূপ লাহা, আমিনুর রহমান, স্বপন মুখার্জী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =