নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: “ লালপাহাড়ীর দ্যাশে যা, রাঙামাটির দ্যাশে যা ” সংগীতে জনপ্রিয় হয়ে বিশেষ স্থান দখল করেছিলেন কবি অরুণকুমার চক্রবর্তী। তাঁর আশীতম জন্মদিনের প্রবেশকে স্বাগত জানালো মালদহ থেকে প্রকাশিত আরণ্যক পত্রিকা।
চুঁচুড়া কামারপাড়া কিশোর প্রগতি সংঘের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান। এদিন প্রকাশ করা হয় অরুণকুমার চক্রবর্তী স্মৃতি সংখ্যা। কবির লেখা জনপ্রিয় কবিতা ও গান পরিবেশন করা হয়। উপস্থিত শুভানুধ্যায়ীরা কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে কবি ও সাহিত্যপ্রেমীদের সমাগমে পরিবেশ হয়ে ওঠে স্মৃতিময় ও আবেগঘন। আরণ্যক পত্রিকার সম্পাদকমণ্ডলী জানান, কবির সৃষ্টিশীল অবদান নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।