কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা উচ্চ আদালতে মঙ্গলবার জামিন হয়ে যায় ইসি এল এর সাতগ্রাম এরিয়ার এজেন্ট সুভাষচন্দ্র মৈত্রর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা উচ্চ আদালতে মঙ্গলবার জামিন হয়ে যায় ইসি এল এর সাতগ্রাম এরিয়ার এজেন্ট সুভাষচন্দ্র মৈত্রর। এরপরে আজ বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে বাকি ৭ জন কোলিয়ারির আধিকারিক জামিন পেয়ে যায়।

সিবিআই চার্জশিট দেওয়ার পর ৪১ জন অভিযুক্তর নাম ওই চার্জশিটে লেখা ছিল। আসানসোল বিশেষ সিবিআই আদালতকে চ্যালেঞ্জ করে কোলিয়ারি কর্তারা কলকাতা উচ্চ আদালতে যায়। সেখানেই সুভাষচন্দ্র মৈত্র যিনি সাতগ্রাম এরিয়ার এজেন্ট ছিলেন তার জামিন হয়ে যায় বাকি সাতজনের নিম্ন আদালতে অর্থাৎ আসানসোল বিশেষ সিবিআই আদালতে আজ বৃহস্পতিবার জামিন হয়।

৪১ জনের বাকিরা একে একে আসানসোল বিশেষ সিবিআই আদালতে এসে হাজিরা দিয়েছে ও জামিন নিয়েছে যদিওবা ভগড়া ঘোষিত হয়েছে বিনয় মিশ্র ও রতনেশ বর্মা। বাকি সকলেই আদালতে জামিন নিয়েছে। এই কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সুপ্রিম কোর্টের রক্ষাকবজে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 9 =