নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: আসানসোলের বার্নপুরের নরসিংহ বাঁধ এলাকায় মামার বাড়ির এক যুবতীর এবং বাড়ি দুর্গাপুরে। তারা কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাঁকুড়ার বিহারিনাথ পাহাড়ে ঘুরতে যায় আর সেখানে তাকে গনধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আর এই ঘটনায় অভিযুক্তরা হিরাপুর থানার ইসমাইল অঞ্চলের বাসিন্দা । জানা যায় এই গণধর্ষণে অভিযুক্ত অভিষেক বার্নোয়াল, আকাশ বিন্দ, চন্দন যাদব, ও রোহিত রায় নামে চারজনই আসানসোলের হিরাপুর থানার ইসমাইল অঞ্চলের প্রেমনগর এলাকার বাসিন্দা।
অন্যদিকে এই ঘটনায় নির্যাতিতা দুর্গাপুরের ই এস আই হসপিটাল এ ভর্তি আর তাকে দেখতে যায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই । তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় এর পরই ইএসআই হাসপাতালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়