নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১১,মার্চ :: কয়েকদিন আগে তৃণমূলের সভা থেকে পুলিশকে মন্ত্রীর হুঁশিয়ারি। সপ্তাহ না ঘুরতেই বিক্ষোভের মুখে পুলিশ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারে আক্রান্ত হতে হলো পুলিশকে।
মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে। তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এই ভিডিও করতে শুরু করে। পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্সুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি ।
তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশকে তীব্র কটাক্ষ বিজেপির। এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পাল্টা দাবি তৃণমূলের