নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৫,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে কয়েক দিনের অতি বৃষ্টিতে নাদনঘাট বাজারে ভাঙল বাড়ি, মাটিতে বসে গেল দোকান। এতে ক্ষতি হয়েছে বলে জানান বাজারের দোকানদাররা। অতি বর্ষায় নাদনঘাট বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খড়ি নদীর জলস্তর বাড়ছিল।
একসময় দেখা যায় নদীর কূল ছাপিয়ে জল নাদনঘাট বাজারে উঠে পড়ে। তখনই দোকান বাড়ি ভাঙতে শুরু করে, এমনকি মাটিতে বসেও যায় দুটি দোকান। এই দোকান দুটির মালিক রবি বৈরাগ্য এবং বেচা বৈরাগ্য।
পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানান দোকানগুলি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে ব্যাপক বৃষ্টিতে কালভার্টের পাশ থেকে মাটি সরে যাওয়ায় দুটো দোকান বসে গেছে। তবে দোকানদাররা বেগতিক দেখে তাদের দোকানের মাল আগেই সরিয়ে ফেলেছিল।