কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: কয়েক মুহূর্তের ঝড়ে লণ্ডভণ্ড মালদায় একটি বেসরকারি স্কুল সহ বেশ কয়েকটি বাড়ি, দোকান ঘর। শুক্রবার রাত্রি ৮ টা নাগাদ এমনি দৃশ্য দেখা দিল মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের সাতটারি গ্রামে। এদিন হালকা বৃষ্টি এবং ঝড় চলাকালীন হটাৎই বিশাল আকার ধারন করে ঝড়, এরই মধ্যে সাতটারি গ্রামের বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি স্কুল ও বেশ কিছু বাড়ি সহ দোকান ঘরের অস্থায়ী ছাউনী উড়ে যায়।
এর ফলে প্রায় কয়েক লক্ষ্ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জানা যায় সাতটারি বাজারে অবস্থিত সব্জির দোকান, মোবাইলের দোকান, সেলুনের দোকান এবং একটি বেসরকারি স্কুলের সমস্ত সামগ্রী নষ্ট হয়ে যায়। এই সমস্ত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের মাধ্যমে রাজ্য সরকারের কাছে অনুদানের দাবি জানিয়েছেন গ্রামবাসী ।