নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: উত্তর ২৪ পরগনা ২৪ বসিরহাট মহকুমার মিনাখাঁর বামনপুকুর বাজারের সাধারণ মানুষ ও ক্রেতা বিক্রেতাদের পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখে ২০২২ সালে প্রায় ১২ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল অত্যাধুনিক মানের পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্প।
সোলার সিস্টেমের এই পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্প মাত্র দু বছরের মধ্যেই ভেঙে পড়ল। গত কয়েক সপ্তাহ আগে সেই পানীয় জলের প্রকল্পটি সম্পূর্ণ অকেজো হয়ে যায় তারপর ভেঙে পড়ে যায় ফিল্টারের মেশিনগুলো। তার ফলে সমস্যায় পড়েছেন বাজারের ক্রেতা বিক্রেতারা। চড়া দামে বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে বাজারের ক্রেতা বিক্রেতা ও এলাকার মানুষদের।