নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: বুধবার ১৯,জুলাই :: কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কাটোয়ার করোজ গ্রামে :- ভোট পরবর্তী হিংসা রুখতে ও শান্তি বজায় রাখতে কাটোয়ার করজগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কাটোয়া থানার এ.এস.আই পুষ্পেন দত্তের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করছে অন্য কোন গল্প আছে ?
এই প্রশ্ন বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং করজগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রধান নারায়ণ চন্দ্র সাঁতরা আমাদের জানালেন ‘কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ খুব ভালো কথা কিন্তু আমাদের এলাকায় কোন প্রকার বাহিনীর প্রয়োজন নেই এখানে সবাই শান্তিতে আছে ।
এখানে কোন প্রকার অশান্তি ও বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটেনি। সকলে গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভোট দিয়েছেন এবং তৃণমূলের জয় হয়েছে’। এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ কর তিনিও আমাদের জানালেন যে আমাদের এলাকায় কোন প্রকার অশান্তি নেই।