নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই গাড়ি পড়ে গেল তিস্তা নদীতে, গাড়িটি রাস্তা থেকে প্রায় ৪০০ ফুট নিচে পড়ে যায় গাড়িটি, এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।
গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি নার্সিংহোমে , গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ে যাওয়ায় সহ-চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গাড়িটি আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি ফেরার সময় সেবক করোনেশন ব্রিজ থেকে মাত্র ৫০০ মিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি রাস্তার পাশের সিমেন্টের ব্যারিকেড ভেঙে তিস্তা নদীতে পড়ে যায়।দুর্ঘটনার পর দীর্ঘ চেষ্টায় পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা
ওই গাড়ির চালক শ্যাম রাইকে তিস্তা নদী থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাল বাজারের একটি হাসপাতালে পাঠায়, পরে তাকে একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে দুর্ঘটনায় নিহত সহ-চালকের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। গুরুতর আহত গাড়ির চালক শ্যাম রাই কালিম্পংয়ের বাসিন্দা। দুর্ঘটনার পর সেবক পুলিশ ফাঁড়ি, মং পং পুলিশ ফাঁড়ি এবং শিলিগুড়ি দমকলের ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার এর পাশাপাশি গাড়িটিকে তিস্তার খাদ থেকে উপরে তোলে।