সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: করোনা সচেতনতায় বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের মাস্ক নিয়ে সচেতন করছেন বিধায়ক। এমনই ছবি দেখা গেল রায়দিঘীতে। শুক্রবার সকালে মথুরাপুর ২ নং ব্লক জুড়ে ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করে করোনা সচেতনতায় পথে নামল রায়দিঘীর বিধায়ক ডা: অলক জলদাতা। রায়দিঘীর নগেন্দ্রপুর, খাড়ি, কাশীনগর সহ একাধিক জায়গায় আজ করোনা সচেতনতায় প্রচার চালানো হয়।
মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে সাধরণ মানুষজনকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করার লক্ষেই এই কর্মসূচি নেওয় হয় । এদিনের এই কর্মসূচিতে রায়দিঘীর বিধায়ক ডা: অলক জলদাতা ছাড়াও উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লক পঞ্চায়েতে সমিতির কার্যকরী সভাপতি জয়ভূষণ ভান্ডারী, শিক্ষা কর্মাধক্ষ্য ভোলানাথ প্রামানিক সহ আরো অনেকে ।