কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৫,ডিসেম্বর :: সিগন্যাল দেখানোর পরও ওভারটেক করে উল্টো দিকে ঢুকে পড়ায় বলতে যাওয়ায় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে গালিগালাজ এবং মারধর করার অভিযোগ। অভিযোগ উঠল এক স্কুল গাড়ির চালকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ইংলিশ বাজার ঘোরাপির মোড় এলাকায়।
খবর পেয়ে ঘটনানস্থলে পৌঁছায় ইংরেজ বাজার পুলিশ। স্কুল গাড়িটিকে আটক করা হয়। দিবাকর মন্ডল নামে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার জানান, উল্টো দিকে সিগনাল ভেঙ্গে একটি স্কুলের ম্যাজিক ঢুকে পড়ে। গাড়িটিকে আটক করা হয়েছিল। মীমাংসা হয়ে যাওয়ার পর গাড়িটি ছেড়ে দেওয়া হচ্ছিল। কিন্তু চালক অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। গালিগালাজের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়।