নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১,মে :: কারখানায় কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের।ঘটনাটি ঘটেছে কাঁকসার মাধবমাঠ সংলগ্ন একটি বেসরকারি কারখানায়।মৃতের নাম সুমন মাঝি(২৭)।মৃতের বাড়ি বুদবুদের মারো গ্রামে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে গ্রামের বাসিন্দারা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়।গ্রামবাসীদের বিক্ষোভের জেরে কারখানায় কোনো শ্রমিক কাজে যোগ দিতে পারে নি।
গ্রামবাসীদের অভিযোগ বুধবার কারখানায় কাজ চলাকালীন ওই যুবক উপর থেকে পড়ে যায়।গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
বুধবার সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে গ্রামের মানুষ কারখানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে।তারা জানিয়েছেন,যতক্ষন না কারখানা কর্তৃপক্ষ ওই যুবকের পরিবার কে ক্ষতিপূরণ দিচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
মৃতদেহ ময়নাতদন্তের পর তারা দেহ কারখানার সামনে রেখে বিক্ষোভ দেখাবেন। কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিলে দেহ তারা উঠাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
তাদের অভিযোগ নির্মিয়মান ওই কারখানায় বহ শ্রমিক কাজ করেন। কিন্তু শ্রমিকদের কোনো রকম সুরক্ষার ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষ করে নি।যার কারণেই এই দুর্ঘটনা।