নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: মঙ্গলবার বেঙ্গল চেম্বারের উদ্যোগে হলদিয়ার একটি সেমিনার হলে শিল্প শহর হলদিয়ার শিল্পসংস্থার আধিকারিকদের নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেই সেমিনারে শিল্প শহর হলদিয়ার আই ও সি, হলদিয়া এনার্জি লিমিটেড, সহ অন্যান্য শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিন সেমিনারে উপস্থি হয়ে হলদিয়া আইওসি এক্সিকিউটিভ অফিসার পার্থ ঘোষ জানান, দূষন মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য বৃক্ষ রোপণ, সৌর বিদ্যুৎ সহ একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
সারা বছর ধরে আমরা সি এস আর এর টাকা দিয়ে নানা উন্নয়ন মুলক কাজ করে চলেছি। এবার মহিলা ও সাধারন মানুষদের কাজ দিতে আমরা কচুরিপানা দিয়ে হস্তশিল্প গড়ে তুলতে চাই। কচুরিপানাগুলি দিয়ে নানা ধরনের ঘরসাজানো জিনিস, ব্যাগ সহ নানা ধরনের জিনিস তৈরি করা যাবে। এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি। এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন বেঙ্গল চেম্বার অফ কমার্স এর সভাপতি, সঞ্জয় চক্রবর্তী, হলদিয়া এনার্জি লিমিটেড চিফ ম্যানেজার সহ অন্যারা।