নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১,জুলাই :: ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এমনই অভিযোগ তুলে তাদের মুক্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি । মঙ্গলবার কোচবিহার ২ নং ব্লকের রাজারহাট এলাকায় হয় এই পথ অবরোধ ।
উল্লেখ্য , রবিবার রাতে রাজারহাট এলাকার এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে । ঘটনায় ৬ জন বিজেপি নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার এক অভিযুক্তকে গ্রেফতার করে পুন্ডিবাড়ী থানার পুলিশ ।
বিজেপির অভিযোগ , তৃণমূল কংগ্রেস নিজেদের পারিবারিক বিবাদকে বিজেপির ওপর চাপিয়ে মিথ্যে মামলায় তাদের কর্মীদের গ্রেপ্তার করছে । উল্টে সোমবার পথ অবরোধের নাম করে তৃণমূল কংগ্রেস কিছু বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় বলে পাল্টা অভিযোগ করে তারা।
বিজেপি নেতৃত্বদের দাবি , অবিলম্বে গ্রেপ্তার করা বিজেপি নেতাকে মুক্তি দিতে হবে । এই দাবিতে এদিন পথ অবরোধ হয়। ঘটনায় জাতীয় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । পরে তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিজেপি ।