নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ২৬,অক্টোবর :: বিজেপি নেতা খুনের ঘটনায় টায়ার জ্বালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির । প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা যায় গতকাল সন্ধ্যায় শান্তিপুর আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুর বাজার সংলগ্ন এলাকায় অধীর সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতির বিরুদ্ধে।
এরপরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকা সহ হাসপাতালেও। মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপি কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি। যদিও গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার বিজেপি কর্মী খুনের প্রতিবাদে শান্তিপুর ফুলিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি কর্মী সমর্থকরা।
টায়ার জালিয়ে প্রায় এক ঘন্টারও বেশি দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির দাবি, পুলিশ বিজেপি কর্মীদের অহেতুক গায়ে হাত দিয়েছে, এছাড়াও কেন এইভাবে বিজেপি কর্মীরা খুন হবে, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। অন্যদিকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গোকুল সরকারকে আজ রানাঘাট বিচার-বিভাগীয় আদালতে তোলে হয়, যদিও অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।