নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: কলকাতায় এক সেনা ট্রাককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় থানায় ওই ট্রাকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, ট্রাকটি নিয়ম ভঙ্গ করে চলাচল করছিল এবং এর ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
কলকাতা পুলিশের বক্তব্য, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, উক্ত ট্রাকটি বিপজ্জনক ভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের নিয়ম ভঙ্গ করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ট্রাকটি অতিরিক্ত গতিতে ছিল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুলিশের তদন্তে সহযোগিতা করবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।