সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৪,জানুয়ারি :: কলকাতায় গত দু’দিন ধরে শীতের দাপট কিছুটা কমলেও রাজ্যের বাকি অংশে কনকনে ঠান্ডা অব্যাহত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের ভাটা পড়েনি।
একই ছবি উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সংক্রান্তির পরেও এবং মাঘের শুরুতেও রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গোটা দক্ষিণবঙ্গেই আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে ঠান্ডা ছিল বাঁকুড়া। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে।
উত্তরবঙ্গে কোচবিহারে তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার তা সামান্য বেড়ে হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এখনও ০.৫ ডিগ্রি কম।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপটও। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার প্রকোপ আরও বাড়বে।

