নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৪,জুলাই :: কলকাতার গিরিশ পার্কে অবস্থিত প্রোগ্রেসিভ হলে, কলকাতা শিল্পকলা অ্যাকাডেমি ও বিশ্বকোষ পরিষদের যৌথ উদ্যোগে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে একটি সভার আয়োজন করা হয়। তাঁর সপরিবারে নৃশংস হত্যার পটভূমিতে সহিদ রহমান রচনা করেছেন একটি উপন্যাস। নাম মহামানবের দেশে।
পাশাপাশি দেখানো হয় তিনটি টেলিছবিও – ‘আমি মায়ের কাছে যাবো’, ‘ক্যাপ্টেন কামাল’ ও ‘বিন্দু থেকে বৃত্তে’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (সভাপতিমণ্ডলির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ), বিএম মোজাম্মেল (সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ), ডা. কনককান্তি বড়ুয়া (সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়),
অধ্যাপক ডা. শেখ শহীদ উল্লাহ (দপ্তর সম্পাদক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন), সরওয়ার হোসেন (বিশেষ সহকারি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা), সহিদ রহমান (সাধারণ সম্পাদক, পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা স্মৃতি সংসদ)। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচাৰ্য (উত্তর কলকাতার কংগ্রেস নেতা), সুবীর মন্ডল (চালচ্চিত্র পরিচালক, নির্মাতা), দেবদূত ঘোষ (অভিনেতা, চলচ্চিত্র পরিচালক)।
উপস্থিত সকল অতিথি মুজিবুর রহমানের বাংলাদেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি কোটা বিরোধী আন্দোলনে যেভাবে বাংলাদেশ জ্বলছে তা নিয়েও বক্তব্য পেশ করেন। সকলের বক্তব্য, আগামীদিনে যেন ভারতবর্ষ ও বাংলাদেশের সম্পর্ক অটুট থাকে