নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৯,মার্চ :: কলকাতার পর এবার মালদহ। মালদহের শহরজুড়ে পড়ল বিতর্কিত পোস্টার। কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই, আবার কোথাও লেখা রয়েছে হিন্দি- হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নেই। আজ সকাল থেকেই মালদা শহরের ব্যস্ততম এলআইসি মোড় সহ একাধিক এলাকায় এই বিতর্কিত পোস্টার নজরে পড়েছে।
পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। তবে কে বা কারা এই পোস্টটা লাগিয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি তৃণমূলের আইটি সেল এর পক্ষ থেকেও তা স্পষ্ট করা হয়নি।
এদিকে বিতর্কিত পোস্টার ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেন্দ্রীয় বঞ্চনার জেরেই কি তাহলে এই পোস্টার উঠছে প্রশ্ন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর ।
বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়ায় নকল করছে তৃণমূল। এক একটা লোকসভায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ ভূয়ো ভোটার আছে, ২০২৬ সালে নির্বাচন কমিশন আধার লিঙ্ক করবে তার ফলে ভূয়ো ভোটার ধরা পড়বে এই জন্য হয়তো তৃণমূল তা করছে অভিযোগ বিজেপির।
পাল্টা এই বিষয়ে তৃণমূলের বক্তব্য কে বা কারা পোস্টার লাগিয়েছে জানা নেই। এই ধরনের সিদ্ধান্ত আমাদের না। আমাদের কাজ হচ্ছে যেটা স্বচ্ছ সেটা তুলে ধরা। বিষয়টি পুলিশ দেখছে।