কলকাতার প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তরে দুষ্কৃতীদের হামলার অভিযোগ – কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হামলার পিছনে বিজেপির মদত রয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ  ::  কলকাতা   :: শুক্রবার ২৯,আগস্ট ::  রাজনৈতিক অশান্তিতে আবারও উত্তপ্ত শহর। আজ সকালে সাড়ে ১১টা নাগাদ  কলকাতার প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তরে দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হামলার পিছনে   বিজেপির মদত রয়েছে।
কংগ্রেস শিবিরের অভিযোগ, হামলাকারীদের হাতে বিজেপির পতাকা ছিল। তাদের আরও দাবি, বিজেপির বিরুদ্ধে ভোট চুরি সহ একাধিক অভিযোগে সুর চড়াচ্ছেন রাহুল গান্ধি। সেই কারণেই এই হামলা চালানো হয়েছে।
 হামলা চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ কংগ্রেস শিবিরের। তাদের আরও অভিযোগ, এদিন বিজেপির পতাকা হাতে বেশ কয়েকজন উত্তেজিত জনতা বিধান ভবনে ঢুকে সেখানে থাকা রাহুল গান্ধির ছবি সহ একাধিক ব্যানার পোস্টার ছিড়ে ফেলে।
ঘটনায় ইতিমধ্যেই কংগ্রেসের তরফে এন্টালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনার পর, রাজ্য  কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য বিজেপি প্রধান শমীক ভট্টাচার্যকে একটি খোলা চিঠি লিখেছেন, যেখানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি আপনি একজন ভদ্রলোক এবং সংস্কৃতিবান মানুষ।
আমি বিশ্বাস করি আপনার সম্মতি ছাড়া এমন ঘটনা ঘটতে পারত না  আপনার দলের একজন অসামাজিক উপাদান রাকেশ সিং এর নেতৃত্বে।”
কংগ্রেস নেতৃত্ব জানায়, রাজ্য দপ্তরের সামনের কাঁচ ভাঙা হয়েছে, দেয়ালে কালি ছিটানো হয়েছে এবং দপ্তরে উপস্থিত কয়েকজন কর্মীকে হেনস্থাও করা হয়েছে। ঘটনার সময়ে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 বিজেপি রাজনৈতিক সন্ত্রাস চালাতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতেই এই হামলা।” তিনি দাবি করেন, এর প্রতিবাদে কংগ্রেস আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে।
অন্যদিকে, বিজেপি নেতারা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, এই হামলার ঘটনায় তাদের কোনও যোগ নেই। তাঁদের বক্তব্য, কংগ্রেস নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আড়াল করতেই বিজেপির নাম ঘাড়ে চাপাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 1 =