নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৩,সেপ্টেম্বর :: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। শহরের রাস্তাঘাট ও স্কুলের প্রাঙ্গণে জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যার কথা মাথায় রেখেই আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন—আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে দুর্গাপূজোর ছুটি কার্যকর হবে।
প্রথমে ছুটির সূচি অনুযায়ী আগামী সপ্তাহ থেকে সরকারি স্কুলগুলোতে পুজোর ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে সেই সময়সীমা এগিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “শিশুদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই।”
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষা মহল। অভিভাবকেরাও স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের মতে, বৃষ্টির কারণে প্রতিদিন স্কুলে যাতায়াত করা ছিল বড় সমস্যা। ফলে, আগেভাগেই শুরু হলো স্কুলের পুজোর আমেজ।
👉 রাজ্যের বেসরকারি স্কুলগুলিও সরকারি সিদ্ধান্তের সাথে তাল মিলিয়ে ছুটির ঘোষণা করবে কি না, তা নিয়ে এখন জল্পনা চলছে।