নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৬,আগস্ট :: খাস কলকাতার রাজাবাজারে ভয়ংকর কাণ্ড। আইনজীবীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। আইনজীবীকে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে।
সেখানেই শুরু হয়েছে চিকিৎসা। কিন্তু কেন এই হামলা, তা এখনও অজানা। জানা গিয়েছে, রাজাবাজারেরই বাসিন্দা মাজিদ আক্তার নামে ওই যুবক। তিনি পেশায় আইনজীবী-ইঞ্জিনিয়ার। অন্যান্যদিনের মতোই রাতে খাবার কিনতে বেরিয়েছিলেন তিনি।
বাড়িতে ঢোকার সময় গেটের কাছে আচমকাই ৪-৫ জন তাঁর উপর চড়াও হয়। সঙ্গে থাকা অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে। হামলায় মজিদের ঘাড়, হাত এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। বিষয়টা নজরে পড়তেই স্থানীয়রা ছুটে যেতেই আক্রমণকারীরা চম্পট দেয়।