কলকাতার লালবাজারের এক পুলিশ কর্মীর জমি দখলের অভিযোগ শেখ শাহাজাহানের অনুগামীদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: মঙ্গলবার ২৯,জুলাই :: সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত ন্যাজাট থানার দক্ষিণ আখড়াতলা এলাকার আকবর আলি গাজী নামে এক পুলিশ কর্মীর জায়গা দখলের অভিযোগ উঠল সন্দেশখালীর বহিষ্কৃত গ্রেফতার হওয়া, দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে।

আকবর আলী গাজী বর্তমানে কলকাতার লালবাজারের গ্রীন পুলিশ। এই আকবর আলী গাজীর নদীর পাড়ে প্রায় ২০ শতক জায়গা রয়েছে। সেই জায়গাতে মাছ চাষ করতো আকবর।

সম্প্রতি সেই জায়গা জোর করে দখল করে নেয় শেখ শাহাজাহানের অনুগামী সামাদ গাজী, সাইফুদ্দিন মিস্ত্রি, আকবর মিদ্দে, জুলফিকার মিদ্দে সহ বেশ কয়েকজন এলাকার তৃণমূলের কর্মীরা।

জমি দখল করে ফেলার মাঠ তৈরি করেছে এই সমস্ত তৃণমূলের কর্মীরা। এমনটাই অভিযোগ আকবর আলী গাজীর। এই পুলিশ কর্মী আকবর আলী গাজী তার জমি ফেরত পাওয়ার জন্য স্থানীয় ন্যাজাট থানা সহ মিনাখাঁ এসডিপিও, বসিরহাট এসপি, এমনকি মুখ্যমন্ত্রীর কাছে লিখিত ও স্পিড পোস্টের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন।

অভিযোগ জানানোর পরেও প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আকবরের। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানানোর পর শেখ শাহাজাহানের এই সমস্ত অনুগামীরা কয়েক সপ্তাহ আগে আকবরের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

এই ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ন্যাজাট থানায় জানাতে গেলে পুলিশ কোন অভিযোগ জমা নেয়নি বলে জানায় আকবর। এই অবস্থায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এই পুলিশ কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =