নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৩১,জানুয়ারি :: কলকাতা থেকে পায়ে হেঁটে বৈষ্ণদেবী যাত্রা কলকাতার যুবক সুদীপ দাসের ৷ শরীর ঠিক রাখতে কম দূরত্বে রাস্তা সাইকেল চালিয়ে বা পাএ হেটে যাওয়ার বার্তা নিয়ে এই পদযাত্রা এমনই দাবি সুদীপ দাসের।
পেশায় বেসরকারি খাবার সরবরাহহ সংস্থার কর্মী সুদীপ দাস পাঁচ দিন আগে কলকাতার যাদবপুর থেকে বেরিয়েছে। দুর্গাপুর এসে পৌছায় সুদীপ। এরপর ১৯ জাতীয় সড়ক ধরে আসানসোলের উদ্দেশ্য রওনা দেয় সুদীপ। তার এই অদম্য ইচ্ছাকে কুর্নিশ জানিয়েছে বঙ্গবাসী।

