নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ৯,সেপ্টেম্বর :: শুক্রবার রাতে হাওড়ার কোনা এক্সপ্রেস ওয়ের গরফা মোড়ে উদ্ধার হয় ২৫ বস্তার বেশি বোঝাই নিষিদ্ধ বাজি। পুলিশ সূত্রে খবর কলকাতা থেকে বিহারগামী একটি বাসের ছাদে রাখা ছিল বস্তা ভর্তি নিষিদ্ধ বাজি।
বাসের ছাদে অতিরিক্ত উচ্চতায় পণ্য বোঝাই করে নিয়ে যাওয়ার সময় সাঁতরাগাছির কাছে গরফা ব্রিজ পেরোনোর সময় অধিক উচ্চতার জন্য ধাক্কা লেগে পড়ে যায় ওই নিষিদ্ধ বাজি বোঝাই বস্তা। এরপরই ঘটনার খবর পায় সাঁতরাগাছি ট্রাফিকে কর্তব্যরত আধিকারিকরা।
ঘটনাস্থলে এসে কর্তব্যরত কোনা ট্রাফিক পুলিশ ওই নিষিদ্ধ বাজির বস্তাটি উদ্ধার করে। পাশাপাশি ওই বাসটিকে আটক করা হয়েছে। এছাড়াও গোটা বাস তন্নতন্ন করে তল্লাশি করে উপস্থিত পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর ওই বাস থেকে উদ্ধার হয়েছে একাধিক বস্তা ভর্তি বাজি।
আটক করা হয় ওই বাসের চালক ও খালাসিকেও। তাদের জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে এই নিষিদ্ধ বাজি এসেছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারীকরা। যদিও এখনও এই বিষয় নিয়ে মুখ খুলতে চায় নি পুলিশ আধিকারিকরা।