কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৪,অক্টোবর :: জাতীয় অপরাধ নথিভুক্তকরণ ব্যুরো (এনসিআরবি)-র সর্বশেষ রিপোর্টে আবারও শীর্ষস্থানে কলকাতা।

অপরাধের পরিসংখ্যান খতিয়ে দেখে সংস্থাটি জানিয়েছে, দেশের অন্যান্য মহানগরীর তুলনায় কলকাতায় অপরাধের হার সর্বনিম্ন। ফলে আবারও দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেল তিলোত্তমা।রিপোর্টে উল্লেখ, নারী ও প্রবীণদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কলকাতায় ক্রমশই কমছে। খুন, ছিনতাই কিংবা ডাকাতির মতো গুরুতর অপরাধও দেশের অন্য শহরের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহলদারি, সিসিটিভি নজরদারি ও প্রযুক্তির ব্যবহার কার্যকর ভূমিকা নিয়েছে।

কলকাতা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, “মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। নাগরিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।”

তবে রিপোর্টে সতর্কবার্তাও রয়েছে। বেড়ে চলেছে সাইবার অপরাধ। বিশেষজ্ঞদের মতে, শহরকে সাইবার অপরাধ থেকে সুরক্ষিত রাখা আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

👉 সব মিলিয়ে এনসিআরবি-র রিপোর্টে স্পষ্ট, কলকাতা আজ দেশের মানুষের কাছে সবচেয়ে নিরাপদ শহরের প্রতীক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =