নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৬,জানুয়ারি :: কলকাতা বইমেলার প্রাঙ্গনের বাইরে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ,পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, গিল্ড এর সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায়।
বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানালেন,গিল্ডের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ উৎসব। প্রকৃতিকে ভালো রাখার জন্য মানুষকে সুস্থ রাখার জন্য। কলকাতা থেকে বিধাননগরে এলে দেখবেন নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে নিতে পারছেন তার কারণ এখানে প্রচুর গাছ আছে। গাছটা খুব জরুরি মানুষের বেঁচে থাকার জন্য।
ত্রিদিব চ্যাটার্জি জানান, একটা বইয়ের পেছনে যে কাগজ লাগে সেই কাগজের জন্য অনেক গাছ কাটতে হয়। সেই কাগজ তৈরির জন্য যে গাছ আমরা কাটি প্রকৃতিকে যদি আমরা কিছু ফিরিয়ে দিতে চাই গাছ রোপন করাটাই একমাত্র তার প্রতিকার হতে পারে।