নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: কলকাতা থেকে কুয়ালালামপুর যাচ্ছিল এক আফগান নাগরিক ভারতীয় পাসপোর্ট নিয়ে। কলকাতা বিমানবন্দরে পৌছে সিকিউরিটি চেকিংয়ের পর অভিবাসন দফতরে পৌছালে তাকে আটকায় অভিবাসন দপ্তরের আধিকারিকেরা।
এরপর তার পাসপোর্ট ভেরিফিকেশনের সময় দেখা যায় এই ব্যক্তির নামে আফগানিস্তানে লুক আউট নোটিশ জারি করা রয়েছে। এই ব্যক্তি কলকাতায় ভুয়ো নথি দিয়ে নাসির খান নামে একটি পাসপোর্ট তৈরি করেন। তিনি কলকাতার বহু বাজার চত্বরে থাকতেন।
এছাড়াও তার আফগান পাসপোর্ট রয়েছে যাতে তার নাম উল্লেখ করা হয়েছে এ বি ওয়াহাব। সেই পাসপোর্টের ভিত্তিতে তার নামে লুক আউট নোটিশ জারি রয়েছে। এছাড়াও ওই ব্যক্তির আরও একটি পাসপোর্ট রয়েছে যাতে তার নাম ওয়াশিম আহমেদ নাসির আহমেদ। পুলিশ সূত্রে খবর, ব্যক্তি আফগানিস্তানের কাবুলের বাসিন্দা।
গতকাল রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে তিনি কলকাতা থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় তাকে অভিবাসন দফতর আটক করে। তার নথি খতিয়ে দেখা যায় ভুল নথি নিয়ে তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করেছেন এ ছাড়াও একাধিক পাসপোর্ট রয়েছে তার আফগানিস্তানে তার নামে লুকআউট নোটিশ ও জারি করা রয়েছে।

